মো. মুহাইমীন আরিফের হাইকু

১
মাটির দলা
কেঁচোই লাঙ্গল
চাষির সুখ
২
সরিষা খেত
ব্যস্ত ক্রয়ে মৌ
সদাইপাতি
৩
শিমূল বন
শীতার্ত শরীরে
লেপের ওম
৪
নৌ-সফর
ভ্রমণের মাশুল
মাঝির দাঁড়
৫
কাকতাড়ুয়া
খেতে পাখির ওড়া
ডানায় কাঁপ
৬
বনফড়িং
পরাগায়নে এক
রেণু বাহক
৭
মাঘসকাল
ঘাস-শিশিরে ধোয়া
মুখ ও চোখ
৮
নরম রোদ
শীতকাতুরে মাছ
জল উঠোনে
৯
বর্ষাজুড়া
ফুলের মতো জল
গন্ধমাখা
১০
আকাশ জমি
তারার বীজে ফল
রসালো চাঁদ
১১
শীতসকাল
গাছের চারপাশে
ধূসর ধোঁয়া
১২
রঙিন মেঘ
আকাশ ক্যানভাসে
গোধূলি আঁকা
১৩
পোকারা ভীত
চিরুনি তল্লাশি
সরিয়ে সিঁথি