মো. মুহাইমীন আরিফের হাইকু

১
খেতের পাট
সোনালি আঁশে শাড়ি
তাঁত আচল
২
আকাশে জল
মেঘকলসি সারি
পিপাসা কার
৩
জলআয়না
শত খণ্ড মুখ
টুকরো ঢিলে
৪
রুপোলি চাঁদ
ধূমল পূর্ণিমা
চালসে চোখ
৫
ঋতুর গান
বসন্তে কোকিল
গায়ক পাখি
৬
ক্রোধিত নদী
জল ছাপিয়ে নিজে
সাগর ভাবে
৭
দায়ের কোপ
এক-একটি কুয়ো
সবুজ ডাব
৮
পাঠের শেষ
অভিধান খাদক
পাঠক উই
৯
বৃষ্টি-ধারা
অতর্কিত রোদ
রামধনু ঐ
১০
শ্রাবণভাষা
ব্যাঙের অনুবাদ
জেলের কানে
মো. মুহাইমীন আরিফ : কবি ও শিক্ষক, সিলেট, বাংলাদেশ