মৃত্যুঞ্জয়ী

ফাঁসির মঞ্চে গেয়ে গেলে তুমি
জীবনের জয়গান
নির্ভীক হাসি, দৃপ্ত শপথ
বজ্র কঠিন প্রাণ।
যে শঙ্কায় জননী তোমায়
বেচিল নিয়া দুমুঠো খুদ,
তাহারেও তুমি করিয়াছো ধনী
ধরি শত শত যুগ।
দেশমাতৃকার স্বাধীনতা তরে
ধরিলে অস্ত্র কিশোর করে
মরিবার তরে মরিবার জেদ,
এ যে শ্বাশত, সূর্যের তেজ।
ফাঁসির দড়ি মসৃণ কেন?
কিশোর প্রশ্নে কৌতুক যেন,
জল্লাদও হয় অশ্রুসিক্ত
ঘাতক আজ পরাজিত, রিক্ত।
রাত্রি শেষে ফাঁসির দড়ি
নিয়েছ তুলে আদরে গলায়
কে কোথা আছে এমন শাসক,
অগ্নি কিশোরে কভু যে ডরায়।
তোমারে স্মরি আজ, হে বীর,
হে দেশপ্রাণ, শহীদ মহান,
সর্বকনিষ্ঠ বীর, জওয়ান।
তুমি ক্ষুদিরাম, তোমায় প্রণাম।
মিতালী সরকার, অধ্যাপক, রসায়ন বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ভারত