ফিরতেই হবে

আমাদের ফিরতেই হবে,
পাহাড়-নদী পেরিয়ে আমাদের ফিরতেই হবে,
পথে চলতে চলতে আমাদের বিবর্ণ স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাবে,
পিপাসায় কন্ঠতালু শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদ্রতাপে শরীর পুড়ে যাবে,
আচমকা বিবমিষায় পেটের নাড়ী-ভুড়ি সব বের হয়ে আসতে চাইবে,
তারপরও আমাদের ফিরতে হবে, ফিরতেই হবে।
বেঁচে থাকার জন্য, ক্ষমতাধরের হাতের পুতুল হয়ে নাচার জন্য,
ফরেন এক্সেঞ্জ রিজার্ভের ভাণ্ডার স্বাস্থ্যকর করার জন্য,
আমাদের ফিরতে হবে।
ফিরতে ফিরতে আমাদের কেউ কেউ পথেই লুটিয়ে পড়বে,
কেউ উদভ্রান্তের মতো ছুটোছুটি করবে,
আমাদের সেদিকে তাকালে চলবে না,
আমাদের ফিরতেই হবে।
হায়রে ক্ষুধা ! হায়রে জীবন !
আমরা ফিরি আগুনে পোড়া লাশ হবার জন্য,
লাশকাটা ঘরে ‘আন-আইডেন্টিভাইড বডি’ হবার জন্য,
আমাদের জীবনের মূল্য বিশ থেকে পচিঁশ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে,
আমরা শুধুই কতগুলো সংখ্যা থেকে যাই,
তারপরও আমাদের ফিরতে হয়, ফিরতে হবেই।
৩১ জুলাই, ২০২১
রাহনুমা খান কোয়েল : কবি ও লেখক
ব্যবহৃত ছবিটি সংগৃহীত
বেশ লাগলো