সেখানে

সেখানে বৃষ্টি থেমে থেমে
মেঘ গলে পাহাড়ের গা বেয়ে নামে,
সেখানে জলের সন্তরণ
নীল দিগন্ত ছবি আঁকে পাহাড়ের ফ্রেমে।
সেখানে সাদা বকের মেলা
স্বচ্ছ জলের উপর খেলা করে যায়,
সেখানে নিস্তব্ধতার গান
রাতের আকাশে তারায় তারায় ছড়ায়।
সেখানে রাজকীয় সন্ধ্যা নামে
চলে জলের সাথে হিজল-করচের সন্ধি,
সেখানে গান গায় নবীন মাঝি
সময় যেন প্রকৃতির কাছে বন্দী।
সেখানে সূর্য জাগে চুপি
মৃদু হাওয়ায় ঢেউ এ লাগে দোল,
সেখানে আমাদের হারানো গল্প
ফিরিয়ে আনে জলের কোলাহল।
রাহনুমা খান কোয়েল : কবি ও লেখক
২১ জুলাই ২০২১
সেখানে কবিমনের হারিয়ে যেতেও মানা নেই।