অপরূপ নির্মম বর্ষা

বর্ষা মানে চারিধার জলে থৈ থৈ;
রেইনকোট, ঝালমুড়ি, খিচুড়ি-ডিমভাজা;
বর্ষা মানে ভরা পুকুরে অবিরাম
হুড়োহুড়ি; কাঁথামুড়ি দেয়া অলস দুপুর;
বর্ষা মানে হুডতোলা রিক্সায় জবুথবু
যুগল;
কাঁদামাখা জুতো আর স্যাঁতস্যাঁতে জামা ।
বর্ষা মানে পাহাড় ধ্বস, নদীর ভাঙ্গন,
বাস্তুহারা;
বর্ষা মানে জলাবদ্ধ রাস্তা, গোপন মৃত্যুকূপ;
বছর বছর নর্দমার জল ঘেঁটে বাড়ি ফেরা;
বর্ষা মানে বানের জলের সাথে বসবাস;
কর্মহীন, অর্থহীন ক্লান্ত দৈনন্দিনতা;
নোংরা জলের মাঝে নির্মম কাব্যনামা ।
রাহনুমা খান কোয়েল ৩ জুলাই ২০২১