সেরাজুম মনিরা জায়ানা এর কবিতাগুচ্ছ

কয়েকশো কোটি বছর দেখিনা তোমাকে ‘
ওরা বলে এক কোটি বছরের কথা!
আমি যদি বলি, তুমি আমার কয়েক শ কোটি বছরের ভালোবাসা
যদি বলি, তোমার আমার মধ্যে কোনো দূরত্ব নেই
যদি বলি, তোমার আমার মধ্যে কোনো বাধা ধরা সম্পর্ক নেই
যদি বলি, তুমি আমার খুব আড়ালের দীর্ঘশ্বাস
না পড়া সমস্ত কবিতা, অপ্রকাশিত উপন্যাস।
তুমি হয়তো বিশ্বাস করবে না, ব্যঙ্গ করবে
হেসে উড়িয়ে দেবে।
সব হাসি আনন্দের হয় না জানো তো?
ঐ হাসিটা , হ্যা ঐ হাসিটাই আমাকে খুন করবে।
তবুও ক্ষুধার্ত দু’চোখ বলে উঠবে
কয়েকশ কোটি বছর দেখি না তোমাকে।
নারী
রাতে বৃষ্টির গন্ধ আমায় ভীষণ টানে
অবুঝ নেশার মতো।
সব রগচটা বিষণ্ণতা আর ক্লান্তিকে প্রশ্রয় দিয়ে
যেন শেষের যাত্রা প্রতারণা করে।
আমি মানুষ!
সাধারণ এক মানুষ মাত্র।
না নাহ, আমি নারী!
তবু দুঃসাহস মাঝেমধ্যেই ঘাই দিয়ে উঠে
সাপের ফণার মতো।
নিষ্পাপ সাপেরা ছোবল দিলে মেরে ফেলা হয় খুব সহজে
তার চেয়েও সহজে তুমি আমাকে মারতে পারো নিমিষেই
ভীষণ সহজ, ভীষণ মজার।
ছোট্ট শিশুর মতো হাতে তালি দিয়ে উঠবে তারা
যারা কুমন্ত্রণা যপতো বিষের মতো।
আমি যেখানে খুনির মৃদু হাসি দেখতে পাই
তুমি সেখানে আনন্দ পুঁজি করো।
আমি দেখে যাই, সই যাই,
কইবার জন্য না।
তবুও নির্লজ্জের মতো চেঁচিয়ে ওঠা
মুখখানা গুড়িয়ে দিতে পারো
কেননা আমি নারী,
আমার জন্ম সইবার জন্য
কইবার জন্য না।
যত পাপ
ওরা মানুষ খেকো মানুষ ওরা ঘরে থাকবে না
ওরা প্রতিশোধ নিবে কারণ ওরা বাঁচবে না।
ওরা ভালোবাসায় বিষ ছড়াবে
মনে রেখো,
একদিন আজাজিল ছিল ফেরেস্তা
আজ সে শয়তান।
আজকের ভালোবাসার আলিঙ্গন
কাল মৃত্যুর মাটি দিতে যাবে না।
করোনা হাসবে, পৃথিবী কাঁদবে
মৃত্যুর মিছিলে আগরবাতির ধোঁয়া হয়ে উড়ে বেড়াবে
নিঃশ্বাসে ছড়াবে মৃত্যু।
আফসোস!
সেদিন তোমাদের অবৈধ সম্পদ তোমাদের বাঁচাবে না।
তারা হাসতেও পারে, পেটেলাথি মারতেও পারে
শরীর ভোগ করে
সন্তানের লাশ খেতেও পারে।
এসব তো পাপ। ভোগ কর পাপের ফল।
পাপ কি কেবলি ধনীরা করেছিল?
মনে পরে?
গোয়ালিনী দুধে যে পানি মিশাতে?
চাষী তুমিও কম না ফলে— ফলে বিষ ঢেলেছ
অসহায় সেজে ভিক্ষা করেছ
গৃহকর্মীর হাতে মালিক খুন!
কত অন্যায়! কত পাপ!
এবার মর তোমরা। মরে মরো, বেঁচে মরো।
শুধু মরে যাও; পৃথিবী দেখবে।
আমি সেই অনুভূতি বলছি!
আমার ভালো-মন্দ ফারাক নেই।
আমি সেই অনুভূতি!
আমি গণধর্ষণে মুগ্ধ
আমি রক্তের হলি তে তৃপ্ত।
আমি নিজ সন্তানের ধর্ষক
করুণ কান্নার দর্শক।
আমি বাবার খুনি ছেলে
হেসেছি প্রাণটা গেলে।
আমি সন্তানের অত্যাচারে
অতিষ্ঠ পাগল মা
সন্তানের জন্য পরকিয়া
সম্ভব হচ্ছিল না!
আমি পাহাড় ধ্বসের পাহাড়
আমি খল-নায়ক বন্যার।
আমি বেজায় ধনী
টাকায় সম্মানী।
আমি স্ত্রীকে ধোকা দেওয়া স্বামী
স্ত্রী যে বড় অকল্যাণী।
আমি প্রেমিকের বুক চিরে
কলজে খাওয়া রাক্ষুসী,
ভালোবাসার ভান ধরেছি
টাকার লোভে ছুটে আসি।
আমি রাখাইনদের খুনি
উল্লাসে রক্ত চুমি।
আমি অবিশ্বাসী চাকর
আমি বিশ্বাসের ফাঁদ বুনি,
সুযোগ বুঝে কুপিয়ে তাদের
আনন্দে নোট গুনি।
আমি ‘মামা’ বেশি ছেলেধরা
পাপ কিছুনা, কাজই এমন
আমার কি আর করা!
সেরাজুম মনিরা জায়ানা : জামালপুর, ঢাকা