নুসরাত মিশু দুটি কবিতা

তোমাকে লিখব
তোমার না ছোঁয়া আঙুল লিখব
তোমার না ধরা হাত লিখব
তোমার না ছোঁয়া চুল লিখব
তোমার না পাওয়া আলিঙ্গন লিখব।
তোমায় ভালোবাসার কবিতায় লিখব
তোমায় বিরহের কবিতায় লিখব
তোমায় গল্পের চরিত্রে সাজাবো
তোমায় ক্যানভাসের রং তুলিতে আঁকব
তোমাকে পাওয়ার আনন্দ লিখব
তোমাকে না পাওয়ার আক্ষেপ লিখব
কয়েক শতাব্দী শুধু তোমাকেই লিখব।
নাম
একটা নাম রেখো আমার
যে নাম শুধু তুমি জানবে
শুধু তুমি আমাকে সে নামে ডাকবে
সে নামে ডাকার অধিকার শুধুই তোমারই থাকবে।
তুমি যখন সেই নামে আমাকে ডাকবে
আমার চোখে মুখে লজ্জা মাখানো হাসি দেখেবে।
সেই নামের বিপরীতে তোমার একটা নাম দেব
যে নামের অর্থ আমার মাঝে লুকায়িত রবে।
যে নামের উচ্চারণ আমাকে লজ্জাবতীর রূপে পাবে
আমার কবিতায় তুমি সে নাম না হয় খুঁজে নেবে।
শত শত চিৎকারের মাঝেও, সে নাম দুটো
আমাদের পৃথিবী থেকে একান্ত আরালে আগলে রাখবে।
নুসরাত মিশু, ঢাকা
আত্মকেন্দ্রিক প্রেমঅবোধ, জীবনের শ্বাসত রূপ
ভালো লাগল