পাভেল আমানের দুটি কবিতা

বাঁচার সাধ
চাঁদনী রাতে মায়াবী আলোয়
মনটা যেন কাটছে ভালোই।
আকাশ ভরা তারার বাহার
প্রাণ জুড়ানো খুশির আহার।
মগ্ন বিভোর চেতন হাটে
চলেছি হেঁটে ভুবন মাঠে।
মুহূর্ত সাথে সতত খুঁজি
প্রতিনিয়ত ভাবনা গুজি।
স্নিগ্ধ বাতাস দিয়েছ দোলা
মধুর জীবন আত্ম ভোলা।
সুখের চাদর গায়ে জড়ে
স্বপ্ন ফানুস সহসা উড়ে।
দৃশ্য পটেই আঁকছি নানা
ছবির সারি জানা-অজানা।
আঁকড়ে ধরে সৃজন ডালা
গাঁথছি বসে ফুলের মালা।
স্মৃতির ভেলায় ভেসে গিয়ে
মন জেগেছে জোছনা নিয়ে।
আনন্দে আজ ভেঙেছে বাঁধ
পূরণ করি বাঁচার সাধ।
ভালোবাসার মালা
কুড়িয়ে রেখেছি ফুলের মতো
তোমার নিবেদিত ভালোবাসা,
বিশ্বাসে ভর করেই
একদিন নিশ্চিত প্রত্যাশা পূরণ
কুড়ানো ফুলের মালাতেই
গাঁথবো ভালোবাসার বাহারি মালা।
ধৈর্যের সংযমী বাঁধে
আটকেছি মননের সুপ্ত অনুভূতি
সুচারু আবেগের অনাবিল বহিঃপ্রকাশে—
জুড়েছি অবিরাম মননের একাত্মতা
উৎসারিত ফল্গুধারায়,
ভেসে যাচ্ছে ভালোবাসার শাশ্বত বাণী
কুড়ানো ফুলের গাঁথা মালাতেই
খুঁজে পেয়েছি তোমার অনুভূতি!
সযত্নে চেপে রেখেছি
অঘটনের প্রাত্যহিক যাপন কথা,
সব কিছুর অপার মেলবন্ধনে
আবারো বিশ্বাসের কাঁধে চেপে
আকাঙ্ক্ষিত তোমার প্রাপ্ত ভালোবাসায়
সহসা জেগে উঠে-
সব ফুল ঝরে পড়েনা,
কিছু ফুলের সুগন্ধে লুকিয়ে থাকে
ভালোবাসার চিরন্তন মর্মগাঁথা
বেঁচে থাকে মনো মিলনের মুহূর্তকথা।
পাভেল আমান, হরিহর পাড়া, মুর্শিদাবাদ, ভারত