জলের দূরত্ব

আমি বৃষ্টির অরণ্যে হাঁটি,
ছুঁই জলের চোখ,
জলের ঠোঁটে দেই গভীর চুমু।
জলের স্পর্শে পাড় ভাংগে বিরহ নদির ,
লীনতাপে শুকায় যত অচিন ব্যথা।
আমিও উঠি কেঁপে জলস্পর্শে
সিঁথির উঠোনে শুনি জলের নুপুরের খেলা
চিবুকের তিলে তার নরম আদর।
আমার শরীরে,
আমার শাড়িতে জলের আদর।
চোখের পাতায় রিমঝিম ঝিমঝিম মন্থন।
আমার অন্তর্বাসে বৃষ্টি বাড়ায় ভেজা হাত,
অন্তরে বাস যার সেই শুধু থেকে যায় যোজন দূরে।
মালিহা পারভীন : কবি