বাসব রায়ের কবিতাগুচ্ছ

বোতলবন্দী
মনে হয় ছিপিতে আটকানো বোতলে বন্দী আমার আত্মা
আমি সম্পূর্ণ সত্তাহীন
কামনা বাসনা বিবর্জিত একটা সাংঘাতিক অতীত আমি
আমি একা এসেছি এবং একাই ফেরার কথা ছিলো কিন্তু হয়নি সেটা
আজ বোতলবন্দী আমি এবং আমার সবটা—
মরার আগেই আমি প্রেত হয়ে গেছি
অশরীরী আমার অনুভবেও কেমন একটা অতিপ্রাকৃত ভাব যেটা দেখে আমি ঘাবড়ে যাই—
আমার তো রাজা হওয়ার কথা ছিল
দোর্দণ্ড প্রতাপশালী হওয়ার কথা ছিল
পৃথিবীটা খাবলে খাওয়ার লোভ ছিল—
কিন্তু আজ আমি বোতলবন্দী—!
অমর হওয়ার ইচ্ছে ছিল না
যতদিন বাঁচব ততদিন ভোগবিলাসে কাটানোর কথা নিশ্চিত ছিল—
কিন্তু সময় আমাকে আটকে দিয়েছে বোতলে ; আজ আমি একটি টিনের ছিপির কাছে হেরে গেছি —
মরবার আগেই এভাবে মৃত্যুটাকে মেনে নিতে পারি না আমি
আবার বেঁচে স্বাভাবিক মরণের কাছে আত্মসমর্পণ করতে চাই আর এরচে’ বেশি প্রত্যাশা নেই আমার—
কেউ একজন যদি থেকে থাকো এমন
তাহলে বোতলমুক্ত কর আমাকে
আমি অনেকদূর যাব একা একা এবং একদিন ধুঁকে ধুঁকে মরে যাব ,
আমিও যে জীবিত ছিলাম এটা উপলব্ধি করতে চাই আরেকবার—
নষ্ট চাঁদের স্বপ্ন
নষ্টদেরও আত্মসম্মান বোধ আছে
নষ্টেরাও সহজে নষ্ট হতে চায় না
কলঙ্ক মাখা চাঁদের সাথে আত্মার প্রেম
অন্তরে সিংহাসনে চাঁদকে বসাই
প্রকৃতির সৌন্দর্যকে ভোগ করি অধিকার ভেবে—
বীর পুরুষেরা কিছু নারীকে বাহুর জোরে
নষ্ট করে গৌরববোধ করে
সমাজ সেসব নারীকে নষ্টের তকমা লাগিয়ে দেয়
সকলের ভোগের অর্ঘ্য করে গড়ে তোলে
ইচ্ছের মৃত্যু ঘটা নারীরা অন্ধকারকে বেছে নেয়—
তথাকথিত সমাজ সারারাত ফূর্তি করে
দিনের আলোয় মন্দিরে বসে পূজো দেয়
দেবতারা নীরবে ওদের প্রসাদ গ্রহণ করেন
নষ্টেরা প্রেমিক চায়, সমাজপতি নয়
ওদেরও প্রেম আছে , আছে না বলা অনেক গল্প আর কাব্য —
উজাড় করতে চায় কারো কাছে, যিনি ওদেরকে নষ্ট ভাববেন না৷
ভালো থাকবার পৃথিবী
কয়লা তোলার পাতাল শ্রমিক লেবু মিয়া
মাটি থেকে অনেক গভীরে কয়লা জমানো শরীরে কিম্ভূতকিমাকার
পৃথিবীর বাতাস ভুলে গেছে লেবু মিয়া
পরিবার মাস গেলে টিপসই দিয়ে
মজুরি নেয়
কাঠকয়লার পোড়া জীবনে সুখের বোধ ঠাঁই পায়নি কোনোদিন
লেবু মিয়ার স্ত্রী কিম্ভূতকিমাকার লেবু মিয়ার অপেক্ষা করে
শ্রমের শরীরে অনেক দম
বাহুতে জোর বেশি
ত্রিশের লেবু মিয়া বড় সাহেবকে টুটি চিপে মেরে ফেলে ঘটনাচক্রে
বোকা লেবু খুনি হয়ে যায়
ভোরের আষাঢ়ে রাতে ফাঁসি কার্যকর হয়
লেবু মিয়ারা এভাবেই শেষ হয়ে যায়
পাতালপুরীর হাজিরা খাতা ছাড়া কোথাও ওদের নাম লেখা থাকে না
বর্ণচোরা ভূষা মাখা লেবু মিয়ারা নিপীড়নের পৃথিবী চিনে
ভালো থাকার পৃথিবীটা দেখবার সৌভাগ্য ওদের হয় না—
বইচারিতা কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই