বৃষ্টি নামে

শহর জুড়ে বৃষ্টি নামে;
বৃষ্টি নামে দূর তেপান্তরে;
বৃষ্টি নামে বদ্ধ ঘরে,
বৃষ্টি নামে গহীন মনে;
তোমার-আমার সবটা জুড়ে—
বৃষ্টি নামে নির্বিচারে!
বৃষ্টি নামে সুর সেতারে;
একলা হাঁটার পথের ধারে;
বৃষ্টি নামে অচিন গ্রামে;
ভর-দুপুরের মধ্যখানে;
বৃষ্টি নামে হঠাৎ করে—
এক মুঠো গাঢ় অন্ধকারে !
কবেকার কোন নীল খামে—
বৃষ্টি নামে অপ্রেমে;
বৃষ্টি নামে ঝুট-ঝামেলায়,
প্রতীক্ষা ও অবহেলায়;
বৃষ্টি নামে পোড়া চোখে—
কে আর বলো, সে বৃষ্টি দেখে !
রাহনুমা খান কোয়েল : কবি
১৯ জুন ২০২১