ঘুরে ফিরে বন্ধুত্বে

বন্ধু মানে আবেগ,
বন্ধু মানে ছোঁয়া বারণ তোমার যত কটু কথা।
বন্ধু মানে,
চলে যাওয়া আবার, আবার ফিরে আসা।
বন্ধু মানে,
প্রতারিত হয়ে হাতছানিতে আবার আপন করা।
বন্ধু মানে,
তোমরা আমরা একই। তবু বিভেদ গড়া!
বন্ধু মানে,
বাবার অসন্মানের আঘাত পেয়ে কাছে যাওয়া।
বন্ধু মানে,
উন্মাদ কোন স্মৃতি ফেলে কালো চুলের রং-বেরং।
বন্ধু মানে,
জীবন ব্যাথা-জীবন কথা
কেঁদে কেঁদে ভালো থাকা।
বন্ধু মানে সমর্পিত আত্মভোলা মূহুর্তের পিঠে দাঁড়ানোর চেষ্টা করা।
বন্ধু মানে,
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.
(11) হতেও পারে!
বন্ধু মানে,
কিছুটা হিংসে, কিছুটা অভিমান, কিছুটা তলিয়ে যাওয়া।
বন্ধুমানে আবেগ বিয়োগ, বিবেক প্রধান অষ্টপ্রহর।
বন্ধু মানে, হারিয়ে যাওয়া একা একা
আকাশপানে-সবার পাশে।
বন্ধু মানে, তখনো ছিলাম। এখনো…(আছি)।
ভবিষ্যতে (+) + (-) = (-)ans.
বন্ধুমানে,
নতজানু কোন বৃদ্ধের হাটুতে থুতনি ঠেকিয়ে;
স্মৃতির পৃষ্ঠায় পৃষ্ঠায় ভূল খোজা।
বন্ধু মানে, মাপামাপি-শেষ অবাধি মাপামাপি, দাঁড়িপাল্লা বিহীণ মাপামাপি।
সুখ সাচ্ছন্দ আর দুঃখ বেদনার।
বন্ধু মানে,
বন্ধু শুধু বন্ধু হবে;
ঘুরে ফিরে বন্ধুত্বে।।
প্রকাশ ঝাঁ : কমলাডাঙ্গা, ঠাকুরগাও।