মো. মুহাইমীন আরিফের দশটি হাইকু

১.
তৃষ্ণালু পাতা
মেঘের রসপানে
বৃক্ষ সজীব
২.
বৃষ্টির ফোঁটা
হীরকখণ্ড সারি
গ্রিলে সম্পদ
৩.
পাতা ও শাখা
আগলে রাখা কুঁড়ি
ফলের আস্থা
৪.
ঝাঁপমুহূর্ত
পতনোন্মুখ দেহ
বিশ্বস্ত স্রোতে
৫.
মৃত্তিকাকম্প্র
ভূগর্ভে তোলপাড়
কম্পিত ক্রোড়
৬.
কাঁঠালি মেঘ
কোষরঙা বৃষ্টিতে
জ্যৈষ্ঠের ঘ্রাণ
৭.
রাতের বর্ষা
মেঘমল্লার সুরে
জলের গান
৮.
সবুজ চুলে
ঝাঁকড়া বটবৃক্ষ
ধ্যানীসমগ্র
৯.
লাল কাঁকড়া
সৈকতে গতিশীল
নুড়ি-কাঁকর
১০.
চাঁদ জোয়ারে
নদী তরঙ্গে স্ফীতি
ডাঙায় মাছ
মো. মুহাইমীন আরিফ : কবি ও লেখক