জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কমল কুজুরের দুটি কবিতা

এক
বসন্তের আগে এস ফিরে
আমার একটা আশ্রয় প্রয়োজন
আমাদের একটা আশ্রয় প্রয়োজন।
সন্ধ্যা নেমে এলেই পাখিরা যেমন ফিরে যায় নীড়ে, ঠিক তেমন।
অনাহুতের মতোই ছুটে ছুটে আসা সমুদ্র সফেন
ডুবিয়ে দেয় আমাদের ঘর বাড়ি অন্তর
গ্লাসের শেষ জলবিন্দুটুকুও নেয় কেড়ে ।
চারপাশে যত অনিয়ন্ত্রিত ধারণার বসবাস
সব যেন গলা টিপে ধরে
মৃত্যু শয্যায় কবিতারা নেয় শ্বাস ।
নক্ষত্রমণ্ডলের আলো আসুক নেমে
বসন্তে পাতাগুলো ঝরে পড়ার আগেই
বেঁচে উঠুক কবিতার স্রোত। আমাদের একজন নজরুল দরকার
এই ক্ষয়ে যাওয়া পৃথিবীটার
একজন বিদ্রোহী নজরুল ভীষণ দরকার।
স্বর্ণলেখনী
এত সহজ নয় ভয় দেখাবে এত সহজ নয় সরিয়ে দেবে
যমের চোখে চোখ রেখে মৃত্যুকে ভ্রুকুটি করে
যে বিহঙ্গ বুকের মাঝখানে খুব বড় করে
লিখে রাখা আছে
তার নাম।
চুরুলিয়া থেকে শুরু করে সারা বিশ্বে
উল্কার মতো ছুটে চলা পথিক
মেহনতী মানুষরে পাশে দাঁড়িয়ে
যিনি গেয়েছেনে
সাম্যের গান।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতার পথে লড়ে যাওয়া প্রাণ
কারাগারের চার দেয়াল তাকে স্বপ্ন দেখায়
পাখির মতোই সীমাহীন আকাশ ছুঁতে
তাকে স্বপ্ন দেখায়—
দাসত্বের শেকল ছিঁড়ে ফেলে
তিনিই গেয়ে গেছেন
মানুষের জয়গান।
আমাকে এত সহজে ভয় দেখাবে
এত সহজে সরিয়ে দেবে
তা হবার নয়
নজরুল আমার হৃদয়ে অধিষ্টিত
শরীরের শেষ রক্ত কণা গেয়ে যাবে
পৃথিবীতে মানুষের জয়
কমল কুজুর : লেখক, বাচিকশিল্পী ও সংগীতশিল্পী, দিনাজপুর, বাংলাদেশ।