প্রলয়

হঠাৎ একটি প্রলয় হোক—
ভিতর বাহির চুরমার করা,
জগত সংসার তছনছ করা;
আপোসকামী জনপদকে ভাসিয়ে দেবার;
সংঘবদ্ধ সংঘাতকারীদের ডুবিয়ে দেবার জন্য;
অত্যাধুনিক র্যাডারের সংকেতের নজর এড়িয়-
তেমনই একটি প্রলয় হোক।
তেমনই একটা প্রলয় চাই-
যে প্রলয়ে পোতাশ্রয়ে রাখা সকল
যুদ্ধজাহাজ হবে ছারখার;
দুমড়ে মুচড়ে যাবে ধ্বংসলিপ্সায়
নিয়োজিত যুদ্ধ বিমান;
পৃথিবীর সব সঞ্চিত বোমা যাবে নিষ্ক্রীয়
অর্থব হয়ে;
যতসব গোলা-বারুদ আর আগ্নেয়াস্ত্র হবে
অকার্যকর;
ঠিক তেমন একটা প্রলয় হোক।
সে এক অদ্ভুত প্রলয়!
সভ্যতার আদিলগ্ন থেকে কোনো দিন সে
প্রলয় কেউ দেখেনি;
সে প্রলয়ে তলিয়ে যাবে যতসব যুদ্ধবাজ
ক্ষমতাধর;
অত্যাচারী দুর্বত্তরা পরিণত হবে এক
একটি বিরান ধ্বংসস্তুপে;
দুর্ভেদ্য সুড়ঙ্গে আটকা পরবে তাবৎ
আগ্রাসন ও নিপিড়নকারীরা;
তেমনই এক আশ্চর্য প্রলয় হোক।
দীর্ঘ সে প্রলয় শেষে জেগে উঠবে নতুন
এক পৃথিবী !
কৃষক আর শ্রমিকের সম্মিলনে গঠিত
হবে নতুন এক জাতিসংঘ;
শিশুর কলহাস্যের উপর ভিত্তি করে তৈরি
হবে কল্যাণ তহবিল;
নতুন পৃথিবী বিনির্মাণে প্রেমের কবিতা
হবে পথের দিশারী;
মরণাস্ত্র নয় সাহিত্য-চিত্রকলা-সংগীত
হবে শক্তিধর রাষ্ট্রের সংজ্ঞা;
প্রলয় শেষে তেমনই এক পৃথিবী হোক।
২১ মে ২০২১
রাহনুমা খান : কবি ও লেখক