মো. মুহাইমীন আরিফের একগুচ্ছ হাইকু

১.
কলা পাতায়
আষাঢ়ে বৃষ্টিশব্দ
কাজরি সুর
২.
হলুদ রোদ
সবুজ পাতাপাখা
ছায়ায় প্রাণ
৩.
খেতের চোখ
কাঠফাটা আকাশে
বৃষ্টি কখন
৪.
স্পর্শের জাদু
লজ্জাবতী ঘুমায়
পাতা গুটিয়ে
৫.
জলীয়বাষ্প
রোদের তৃষ্ণা শেষে
বৃষ্টিপতন
৬.
মাছের ছিপ
জলে সুতোয় টান
আশায় ভাসা
৭.
মেঘের ফাঁকে
আকাশচারী চিল
রোদ তাতায়
মো. মুহাইমীন আরিফ : কবি ও শিক্ষক, সিলেট, বাংলাদেশ।
খুব ভালো লেগেছে স্যার। মূল্যবান উক্তি গুলো।