পেশায় শিক্ষক। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিষয়ে। স্নাতকোত্তর।
স্থায়ীনিবাস কুমিল্লার মুরাদনগর। চাকরিসূত্রে সিলেটে বাস। লেখালেখির প্রতি আগ্রহ ছাত্রাবস্থাতেই শুরু হয়। প্রকাশিত অ্যাকাডেমিক বই সাতটি। হাইকুর প্রতি প্রচণ্ড আগ্রহ। লিখছেনও। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওয়েবজিনে তাঁর হাইকু প্রকাশিত হচ্ছে নিয়মিত। প্রকাশকের সম্মতিতে হাইকুগ্রন্থের পাণ্ডুলিপিও শেষপর্যায়ে।