চলে গেলেন কথাশিল্পী বশীর আল–হেলাল

বাংলা একাডেমির সাবেক পরিচালক, কথাসাহিত্যিক বশীর আল–হেলাল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৩৬ সালের ৬ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামের মীরপাড়ায় জন্মগ্রহণ করেন বশীর আল–হেলাল । গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত মানুষের জীবনকে আরও অর্থবহ করতে তিনি জীবনধর্মী ও সমাজসচেতনতামূলক ছোটগল্প ও উপন্যাস লিখেছেন। প্রশাসনে বাংলা ভাষা প্রচলন ও ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রেও তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।
১৯৫৬ সালে বশীর আল হেলাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করে কলকাতায় হজ কমিটিতে চাকরি নেন। হজ কমিটিতে চাকরির পাশাপাশি তিনি একটি পত্রিকাতেও চাকরি করতেন।
১৯৬৯ সালে তিনি বাংলা একাডেমিতে যোগদান করেন পরে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।
বশীর আল হেলালের উপন্যাস ও গল্পসমগ্রের মধ্যে রয়েছে- কালো ইলিশ, বেলগ্রেডের ডাক, তাদের সৃষ্টির পথে, ঘৃতকুমারী, শেষ পানপত্র, নূরজাহানদের মধুমাস ও শিশিরের দেশে অভিযান। ইতিহাস বিষয়ে তিনি লিখেছেন ‘ভাষা আন্দোলনের ইতিহাস’।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলাওল সাহিত্য পুরস্কার-(১৯৯১), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার(১৯৯৩), লেখিকা সংঘ পুরস্কার, গৌরী ঘোষাল স্মৃতি সম্মান পুরস্কার (২০০২) কলকাতা এবং অধ্যাপক আবুল কাশেম পুরস্কার (২০০৪)।