প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. রমাতোষ সরকার মৃত্যুবার্ষিকী আজ

খ্যতিমান জ্যোতির্বিজ্ঞানী ড.রমাতোষ সরকার ১৯৩০ সালের ১৫ ফেব্রুয়ারি কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রবতোষ সরকার ও মাতার নাম রাধারাণী দেবী।
রমাতোষ সরকার লেখাপড়া করেছিলেন কলকাতার বেলেঘাটার নারকেলডাঙ্গা জর্জ হাইস্কুলে (বর্তমানে নারকেলডাঙ্গা হাইস্কুল)। সেখান থেকে ম্যাট্রিক পাস করে তিনি ভর্তি হন সুরেন্দ্রনাথ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ।
নরসিংহ দত্ত কলেজে এবং সেন্ট পলস কলেজে শিক্ষকতা করেন। ১৯৬৭ সালে তিনি ইউনিফায়েড ফিল্ড থিয়োরীর ওপর গবেষণা করে ডক্টরেট বা পি.এইচ.ডি. লাভ করেন। ১৯৬২সালে যোগ দেন বিড়লা প্লানেটেরিইয়ামের সাথে। বর্তমানে জ্যোতির্বিজ্ঞানের এই সুপ্রসিদ্ধ সংস্থার নাম এম.পি. বিড়লা প্ল্যানেটেরিয়াম। তিনি সেখানে যোগদান করার সঙ্গে সঙ্গেই চালু করেন ‘ফ্রি ইভিনিং কোর্স অফ অ্যাস্ট্রোনমি’। এই কোর্সের উদ্দেশ্য ছিল জ্যোতির্বিজ্ঞানের কথাকে সাধারণ মানুষের বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রচার করা ও তাদের বিজ্ঞানমনস্ক করে তোলা। এর সঙ্গে জ্যোতির্বিজ্ঞানে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি ঘটানো এবং ফলিত জ্যোতিষ শাস্ত্রের অবৈজ্ঞানিক ও অপ্রাসঙ্গিক দিকগুলি সম্পর্কে সচেতন করা ছিল এই কোর্সটির উদ্দেশ্য । এই কোর্সটির ক্লাস দুটি ব্যাচে মঙ্গলবার ও শুক্রবার করে সারা বছর ধরে হত।
জ্যোতির্বিজ্ঞানে ছিল তাঁর সুগভীর জ্ঞান। ছাত্র-ছাত্রীদের জ্যোতির্বিজ্ঞানের যে-কোনো সমস্যার সমাধান মানেই ড. রমাতোষ সরকার। আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ড.মেঘনাদ সাহার যোগ্য উত্তরসূরি ছিলেন এই বিজ্ঞানী। তিনি বাংলায় আজীবন বিজ্ঞান চর্চা করে গেছেন। জ্যোতির্বিজ্ঞানের বেশিরভাগ প্রবন্ধ লিখেছেন বাংলায়। তাঁর জ্যোতির্বিজ্ঞানের বইগুলির মধ্যে উল্লেখযোগ্য- মহাবিশ্ব , মহাকাশ , জ্যোতির্বিজ্ঞান , প্রাচীন ভারতের গণিত চিন্তা ইত্যাদি। জ্যোতির্বিজ্ঞানে তাঁর অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে নানা পত্র-পত্রিকায়। বাংলার পাশাপাশি লিখেছেন ইংরেজিতেও। ইংরেজিতে তাঁর লেখা রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জীবনী উল্লেখযোগ্য।
জ্যোতির্বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয়েও তাঁর প্রবল আগ্রহ ছিল। রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী ছিলেন। প্রত্নজ্যোতির্বিজ্ঞান ও ভাষাবিজ্ঞানে তাঁর ছিল অগাধ জ্ঞান।জ্যোতির্বিজ্ঞানে অবদানের জন্য তিনি ‘ফেলো অফ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ বা এফ.আর.এস. নির্বাচিত হয়েছিলেন। বর্ধমানের তারামণ্ডল স্থাপনের কাজেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে। বিজ্ঞান চর্চায় অবদানের জন্য তিনি লাভ করেছেন ‘জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার’ এবং ‘সত্যেন্দ্রনাথ বসু পুরস্কার’।
১৯৯৯ সালের আজের দিন অর্থ্যা ১২ জুলাই মৃত্যুবরণ করেন। শোক নেমে আসে বিজ্ঞান জগতে।
ঋণঃ- এনবিএ প্রকাশিত ড. রমাতোষ সরকার রচিত ‘মহাবিশ্ব’ গ্রন্থটি। বিশেষ করে ড. সরকারের ছাত্র ড.শংকর কুমার নাথ রচিত ভূমিকাটির প্রতি লেখক আন্তরিকভাবেই কৃতজ্ঞ।