আমার গ্রামের নাম বৈদ্যধলডোব

সিরাজগঞ্জ শহরের পাশে বাগবাটী ইউনিয়ন।সেই ইউনিয়নের একটি গ্রাম বৈদ্যধলডোব। সবুজ শ্যামল এই গ্রামটির পাশে বয়ে গেছে ইছামতী নদী। এই নদীর কারণে গ্রামটি যেন এক অপরূপ সৌন্দর্য্য।
আমার গ্রামে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা। একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ছেলেমেয়েদের সুস্থ শারীরিক বিকাশের জন্য রয়েছে একটি খেলার মাঠ, একটি ঐতিহ্যবাহী মসজিদ ও একটি মন্দির। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বহুকাল ধরে এখানে মিলেমিশে সুসম্পর্কের সঙ্গে বসবাস করে আসছে।

প্রতিবছর চৈত্র মাসে গ্রামে মেলা বসে,ছোটবেলায় এই মেলা দেখতে হাটু পানির ইছামতি নদী পার হয়ে যেতাম। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসত এই মেলা দেখতে। মেলায় গ্রামীণ লোকজ সংস্কৃতি ফুটে উঠত। এখনও এই মেলা প্রতিবছর বসে।

বৈদ্যধলডোব কৃষি সম্মৃদ্ধ একটি গ্রাম। বিভিন্ন ধরণের ফসল উৎপাদনই যেখানে অনেকের জীবন ধারণ বা জীবিকার উৎস। গ্রামটি সদর উপজেলায় হওয়ায় নাগরিক সুযোগ–সুবিধা বেশ ভালো পাওয়া যায় আর সে কারণেই এখন অনেক এগিয়ে গিয়েছে গ্রামের মানুষজনের জীবন যাত্রার মান ।
শিক্ষায় পিছনে নেই এই গ্রামটি। বর্তমানে এই গ্রামের অনেক ছেলে মেয়েরা দেশ–বিদেশে পড়াশোনা করছে।
নাবিলা তাবাসুম , সিরাজগঞ্জ
‘আমার প্রিয় গ্রাম’ নিয়ে লিখুন
আপনি আপনার প্রিয় গ্রামকে নিয়ে আমাদের কাছে লিখুন। সঙ্গে পাঠাবেন গ্রামের একাধিক ছবি ও আপনার পরিচতি। সর্বনিম্ম ৩০০ শব্দে লিখে ফেলুন আপনার গ্রামের যা যা আছে, বেড়ে ওঠা, গ্রামকে নিয়ে স্মৃতি, স্বপ্ন, গ্রামে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস-ঐতিহ্য স্থাপনাসহ নানা বিষয়— এই সব নিয়ে চটজলদি লিখে আমাদের ইমেইল করুন। ইমেইল : boicharita@gmail.com