বিশ্ব সাক্ষরতা দিবস আজ

বিশ্ব সাক্ষরতা দিবস আজ। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( The United Nations Educational, Scientific, and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO) ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (International Literacy Day)ঘোষণা করা হয়। প্রতিটি মানুষের প্রাথমিক এবং মূল অধিকারের অন্যতম হল শিক্ষা। সাক্ষরতা শিক্ষার পথের প্রথম সোপান। মানুষের সুন্দর জীবন গঠন, সামাজিক সচেতনতা এবং দেশ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে এর গুরুত্ব অপরিসীম।
ইউনেস্কোর ঘোষণা অনুসারে সারা বিশ্বে প্রায় ৭৭৩ লাখ মানুষ সাক্ষরতা থেকে বঞ্চিত। ভারতবর্ষের নিরিখে সাক্ষরতার অধিকারে বঞ্চিত ২৪০ লক্ষ মানুষ। ভারতে সাক্ষরতার সার্বিক হার বর্তমানে ৭২.১%। এর মধ্যে পুরুষের সাক্ষরতার হার ৪০.৭% হলেও মহিলার সাক্ষরতা ৬২.৮%।
ইউনেস্কোর ২০২১ সালে International Literacy Day এর মূলপ্রতিপাদ্য বিষয় হলে ‘Literacy for a human centred recovery, narrowing the digital divided’. করোনা অতিমারীর এক ধ্বংসাত্মক প্রভাব পড়েছে আজ শিক্ষা ব্যবস্থায়। ডিজিটাল মাধ্যম এনে দিয়েছে শিক্ষার অধিকারে এক বিশেষ এবং বিপুল প্রভেদ। UNESCO এর Sustainable Development Goals 2030 অর্জনে প্রধান হাতিয়ার হোক ব্যক্তি সম্প্রদায় নির্বিশেষে শিক্ষা।
আমরা সোচ্চার হই, শিক্ষা ও সাক্ষরতার পক্ষে, চাই সর্বাঙ্গীন শিক্ষা মানব জাতির সচেতনতা প্রসারে। এ আমাদের নৈতিক দায়িত্ব, আসুন আমরা দায়িত্ববান হই।