লেখা ছাপানোর ব্যস্ততায় নিজের কর্মটা ভুলে যেও না

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ এবারে প্রবন্ধ-গবেষণা বিভাগে পুরস্কার পেয়েছেন মাসুদ পারভেজ। প্রবন্ধ-গবেষণা শাখায় চলচ্চিত্রবিষয়ক গ্রন্থ চলচ্চিত্রনামা লিখে এ পুরস্কার পেয়েছেন। ইতিহাস,ব্যক্তি ও চলচ্চিত্র-এই ত্রিমাত্রিক উপধারায় বিন্যস্ত ১৩টি প্রবন্ধের বইটিতে তিনি তুলে এনেছেন চলচ্চিত্রের নানা বিষয় ও প্রবণতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। লেখালেখি বিষয় বইচারিতায় আলাচারিতা করেন গবেষক মাসুদ পারভেজ। সাক্ষাৎকার নেন রাজিয়া সুলতানা ঈশিতা।
বইচারিতা: লেখালেখিতে কীভাবে এলেন? কী কী লিখেছেন এখন পর্যন্ত?
মাসুদ পারভেজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফাস্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে একটা গল্প লিখে ফেললাম। তারপর সেটা বিশ্ববিদ্যালয়ের সাময়িকীতে ছাপা হয়। এরপর আরও গল্প লিখলাম। আমার শিক্ষক কবি সুমন সাজ্জাদকে লেখাগুলো পড়তে দিতাম। উনি পড়ে মতামত দেন। তারপর নিজের লেখা ছাপার জন্য ‘রানার’ নামে একটা ছোটোকাগজ সম্পাদনা শুরু করি। এভাবেই শুরু। গল্পের বই বের হয়েছে তিনটি।
ঘটন অঘটনের গল্প (২০১১), বিচ্ছেদের মৌসুম (২০১৫), একটি পৌরাণিক রাতের খসড়া (২০১৮)। প্রবন্ধের বই দুইটি। সংশয়ের সাহিত্য (২০১৭), চলচ্চিত্রনামা (২০২০)
বইচারিতা: চলচ্চিত্রনামা কি কি বিষয়ের উপরে লেখা? অনুগ্রহ করে বিষয়বস্তু সম্পর্কে বলুন।
মাসুদ পারভেজ: চলচ্চিত্রনামা বইটি তিন ধরনের লেখা আছে। প্রথম অংশে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসভিত্তিক আলোচনা আছে। যা তিনটি প্রবন্ধের সমন্বয়ে তৈরি।
ক) দর্শকের খোঁজে
খ) কাহিনির খোঁজে
গ) কুশীলবের খোঁজে
দ্বিতীয় অংশের চারটি প্রবন্ধে চার ব্যক্তি নিয়ে আলোচনা আছে।
ক) কথায় কথায় সৌমিত্র
খ) ফরীদি: এক শিল্পীর অভিনয়ের ‘ব্যর্থ’ আখ্যান
গ) চলচ্চিত্রের সৈয়দ হক
ঘ) তারেক মাসুদের দেশ
তৃতীয় অংশে ছয়টি প্রবন্ধ আছে। এখানে চলচ্চিত্রগুলোর তত্ত্বগত আলোচনা ও বিশ্লেষণ আছে।
ক)দ্য উইন্ড উইল ক্যারি আস : মৃত্যু নাকি জীবন, হাওয়া আমাদের কোথায় নিতে চায়
খ) স্প্রিং, সামার, ফল, উইন্টার..অ্যান্ড স্প্রিং: চার আর্যসত্য
গ) পালাবি কোথায়: গতানুগতিক খোকনের খানিক উল্টো দেখা
ঘ) ইভান্স চাইল্ডহুড: স্বপ্নময় প্রাণ আর মৃত্যুঘেরা বাস্তবতা
ঙ) ইরানি চলচ্চিত্রের গুলিস্তানে
চ) অশনি সংকেত চলচ্চিত্রে প্রতীকের ব্যবহার
বইচারিতা: প্রবন্ধ-গবেষণায় কালি ও কলম তরুণ কবি ও লেখক ‘ পুরস্কার পেয়ে আপনার অনুভুতি?
মাসুদ পারভেজ: পুরস্কারে টাকা আছে এইটার জন্য ভালো লাগছে। আর পুরস্কার ঘোষণার পর ফেইসবুকে প্রচুর ফ্রেন্ড রিকুয়েস্ট পাচ্ছি। এটা মজা লাগতেছে।
বইচারিতা: প্রবন্ধ সাহিত্য নিয়ে কী ভাবছেন আপনি? এ নিয়ে সামনে কী ধরনের কাজ করার ইচ্ছে?
মাসুদ পারভেজ: প্রবন্ধ নিয়ে আগামী ৫-৭ বছর যে ধরণের কাজ করব তাঁর একটা চিন্তা তৈরি করে রেখেছি। কিন্তু এখন তা বলতে চাচ্ছি না।
বইচারিতা: প্রবন্ধ-গবেষণা নিয়ে নতুন যারা লিখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন?
মাসুদ পারভেজ: আমি নিজেই নতুন লেখক ফলে নতুনদের নিয়ে বলার কিছুই নাই। এতটুকু বলতে পারি— হে নবীন, অন্যের পিঠ চাপড়ানিতে গদগদ হইয়ো না আর লেখা ছাপানোর পেরেশানিতে নিজের আসল কর্ম ভুলিও না।
বইচারিতা: ধন্যবাদ। শুভ কামনা। বইচারিতার পক্ষে আপনাকে অভিনন্দন।
মাসুদ পারভেজ: আপনাকেও ধন্যবাদ।
আরও পড়ুন :
‘লেখালেখির জন্য একজন তরুণকে চ্যালেঞ্জ নিতে হবে’
লেখালেখির ক্ষেত্রে খুব ধৈর্যশীল হতে হবে : রণজিৎ সরকার