প্রখ্যাত গীতিকার ফজল-এ-খোদার কয়েকটি জনপ্রিয় গান

‘সালাম সালাম হাজার সালাম’— এই গানটি শুনেনি এমন মানুষ পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত আব্দুর জব্বারের কণ্ঠে শুনে সাধারণ মুক্তিকামী ও মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জোগাত। ফজল-এ-খোদা আজ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরা দেশে। তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর কয়েকটি গান বইচারিতার পাঠকের জন্য তুলে ধরছি—
সালাম সালাম হাজার সালাম
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ধরণ: দেশাত্মবোধক গান
গীতিকার : ফজল-এ-খোদা
সুরকারঃ মোহাম্মদ আবদুল জব্বার
শিল্পী: মোঃ আব্দুল জব্বার
যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে
যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি কমল কনক হয়ে হাসে
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।
যে দেশেতে পাজরা পানশি উজান ভাটি চলে
যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে।
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।

যে দেশেতে নদ-নদীরা এক সাগরে মিশে
আমরা সবাই নিত্য খুশি সে দেশ ভালবেসে।
যে দেশেতে সাখের কলসি নদীর ঘাটে আসে
যে দেশেতে খুশির জোয়ার সকল বারো মাসে।
সে আমাদের জন্মভুমি মাতৃভুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।
ধরণ : দেশাত্মবোধক গান
গীতিকার: ফজল-এ-খোদা
সুরকার: আবিদ হোসেন খান
শিল্পী: জীনাত রেহানা ও শহীদ হাসান
ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়
বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
বহুরূপী সেজে কেউ জিতে নেয় বাজি
কেউ তবু বোঝে নারে সেই কারসাজি।
যখন খেলা খতম পয়সা হজম।।
কি হবে তখন করে শুধু হায় হায়
ল্যাজ দেখে বিড়ালকে যায় চেনা যায়
ডাক শোনে কোকিলকে যায় চেনা যায়
মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
চক্করে পড়ে কেউ খায় ঘুরপাক
কেউ হাসে কেউ কাঁদে কেউ নির্বাক।।
বোকার হদ্দ লোকে কপাল ঠোকে।।
বুদ্ধিমানেই শত রঙ বদলায়
কালো দেখেই আলোকে যায় চেনা যায়
ফুল দেখে ফাগুনকে যায় চেনা যায়

মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কি দেখে চিনবে বলো।
ধরণ: চলচ্চিত্রের গান
গীতিকার: ফজল-এ-খোদা
সুরকার: আজাদ রহমান
শিল্পী : আজাদ রহমান
অ্যালবাম: দস্যু বনহুর
বন্ধুর প্রেমে হইলাম পাগল
বন্ধুর প্রেমে হইলাম পাগল
বন্ধু আমার কোথায় রইলো হায়।
আমি আঁখির জলে করলাম নদী।
বন্ধু আমার এলো না তাই
বন্ধু আমার কোথায় রইলো হায়
আমি পেতাম যদি বন্ধুর দেখা।
কইতাম তারে মনের কথা গো।
আহা দেখা পেলে বলে কেহ
তোমার বন্ধুর পরাণ রাখা দায়।।
না জানা প্রেম করলাম সখী বন্ধুর সনে
দূরে দূরেই রইলে বন্ধু আগুন জ্বলে মনে
করলাম বন্ধুর সনে
আমি মনের দুঃখে হইলাম দুঃখী।
কেন্দে কেন্দে নিরবধি গো।
তাহার দেখা পেলে বলো কেহ
তোমার বন্ধুর পরাণ রাখা দায়।।
ধরণ: চলচ্চিত্রের গান
গীতিকার: ফজল-এ-খোদা
সুরকার: ধীর আলী মনসুর
শিল্পী: মোঃ আব্দুল জব্বার
মন রেখেছি আমি
মন রেখেছি আমি তার মনেরও আঙ্গিনায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়।।
আমার মন বাউল হয়েছে তার লাজ রাঙা অনুরাগে
হৃদয় জুড়ে যে রয়েছে তাকে ভাবতে ভাল লাগে।
মন সপেছি আমি তার প্রেমেরও ভাবনায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়
সোনালী ধানের রঙ মেখে সেজেছে রূপসী ললনা
আকাশের যত নীল মেখে হয়েছ সে নীলাঞ্জনা।
বাধা পড়েছি আমি সেই রূপের মায়ায়
কেউ ডেকো না আমায় কেউ খোঁজ না আমায়।।
ধরণ: চলচ্চিত্রের গান
গীতিকার : ফজল-এ-খোদা
সুরকার : আজাদ রহমান
শিল্পী: মোঃ আব্দুল জব্বার
অ্যালবাম : এপার ওপার