বইচারিতার বইচক্র–৯ম পর্ব : ‘আমাদের ছোট রাসেল সোনা’

বইচারিতার বইচক্র–৯ম পর্ব। আজকের বই ‘আমাদের ছোট রাসেল সোনা’। বইটি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক জেবউননেছা। পরিকল্পনা ও পরিচালনা আবু সাঈদ।