লেখা পাঠান

বইচারিতায় বইবিষয়ক একটি মাসিক। তবে অনলাইনে বই ছাড়া যেকোনো সৃজনশীল ও মননশীল লেখা আমরা প্রকাশ করব। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি আপনার লেখাটি আমাদের পাঠিয়ে দিন। আমরা তা সম্পাদনা নীতি অনুসারে প্রকাশ করব। লেখা ইউনিকোডে [Unicode] পাঠালের জন্য আমরা উপকৃত হব। তাছাড়া আপনি sutonny পাঠাতে পারেন। আপনাকে জানাই আন্তরিক অভিবাদন। ধন্যবাদ।
বইয়ের দুনিয়া
বইচারিতার অন্যতম লক্ষ্য বইকে পাঠকের কাছে তুলে ধরা। আমরা বেশি গুরুত্ব নিয়ে থাকব বইবিষয়ক নানা তথ্যর দিকে। আপনি বই নিয়ে নানা তথ্য, বইয়ের আলোচনা, পাঠ্যচক্র, পাঠ প্রতিক্রিয়া, নতুন বইয়ের খবর, দুষ্পাপ্য বই, আপনার প্রিয় বই নিয়ে লিখতে পারেন। এছাড়া আপনার পারিবারিক-স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়-এলাকার যেকোনো পাঠাগারকে নিয়ে লিখতে পারবেন। আমরা তা গুরুত্বসহকারে অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ করব।
কবিতা
সব ধরণের কবিতা পাঠাতে পারেন। শব্দসংখ্যা অসীম। কবিতা যখন পাঠাবেন দুইয়ের অধিক পাঠাতে পারবেন। অবশ্যই তা হতে হবে ৮টি কবিতার বেশি না।
গল্প
আমরা তিন ফর্মের গল্প প্রকাশিত করব। গল্পটি অবশ্যই অপ্রকাশিত হতে হবে। ১০০ শব্দের গল্প একাধিক গল্প পাঠাতে পারেন। ছোটগল্প তিনের বেশি না। বড়গল্প পাঠাবে ৫০০০ শব্দের মধ্যে।
উপন্যাস
উপন্যাস পাঠালে তা নির্বাচিত হলে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
গদ্য
গল্প উপন্যাস ছাড়াও আপনি আমাদের কাছে যেকোনো মননশীল লেখা পাঠাতে পারেন। প্রবন্ধ-নিবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, দর্শন, চলচ্চিত্র, ভ্রমণ,চারুকলা, মুক্তগদ্য,পাঠাগারসহ বই ও লেখালেখি সংক্রান্ত যেকোনো খবর ও ছবি পাঠাতে পারেন। তবে, প্রবন্ধ-নিবন্ধ, ইতিহাসবিষয়ক লেখায় অবশ্যই একাধিক তথ্যসূত্র থাকতে হবে।
অনুবাদ/সাক্ষাৎকার
অনুবাদ ও সাক্ষাৎকার প্রকাশিত হবে সম্পাদকমণ্ডীর আলোচনার মাধ্যমে।
লেখার সঙ্গে যা ভুলবেন না
অবশ্যই লেখার সঙ্গে আপনার ১ কপি ছবি ও ১০০ শব্দের একটা পরিচিত পাঠাবেন।
বইচারিতা সৃজনশীল ও মননশীল পাঠকের এক প্রাণ হয়ে আপনাদের সঙ্গে থাকতে চায়। আপনিও আমাদের এই স্বপ্নের সারথী হয়ে থাকুন। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞ।
যোগাযোগ: boicharita@gmail.com