সংখ্যালঘুদের উপর অত্যাচারে আমাদের প্রতিবাদ: ভারতের কবি-লেখক-প্রকাশক-শিক্ষাবিদ

ছবি: মঈনুল ইসলাম
দুর্গাপুজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেছে নানা প্রান্তে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। অনেক জায়গায় মণ্ডপ ভেঙে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। এই আক্রমণ শুধু ঘৃণ্য নয়; এই আক্রমণ সভ্যতার পরিপন্থী। এই আক্রমণ মানবতার বিরুদ্ধে ঘটানো অপরাধ। এখনই সময় এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এখনই সময় সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আমাদের দায় নয়-কর্তব্য।
বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। অবিলম্বে এই হিংস্রতা বন্ধ হোক। রাষ্ট্র ব্যবস্থা নিক। বাংলাদেশের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা এক জোট হোন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যেন পরিপূর্ণ জীবন নিরাপত্তা ফিরে পান এবং শান্তিতে বসবাস করতে পারেন তার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
আসুন, আমরা সম্প্রীতির পক্ষে এক যৌথতার পথে হাঁটি।
—
আবুল বাশার। লেখক
মীরাতুন নাহার। অধ্যাপক
জাহিরুল হাসান। লেখক
আনসারউদ্দিন। লেখক
শাহযাদ ফিরদাউস। লেখক
সা’আদুল ইসলাম। অধ্যাপক
আফরোজা খাতুন। অধ্যাপক
সাইফুল্লাহ। অধ্যাপক
শামিম আহমেদ। অধ্যাপক
মুর্শিদ এ এম। লেখক
মোশারফ হোসেন। লেখক
নীহারুল ইসলাম। লেখক
মফিজ উদ্দিন। অধ্যাপক
শেখ রেজওয়ানুল ইসলাম। অধ্যাপক
সাবির আহমেদ। সমাজকর্মী
সামিরুল ইসলাম। অধ্যাপক
তৌসিফ হক। চিত্রশিল্পী
লতিফ হোসেন। লেখক
মোঃ জিকরাউল হক। লেখক
সেখ সাহেবুল হক। লেখক
আরিফ মহাম্মদ চাপরাশি। অধ্যাপক
এস এম শামসুদ্দিন। লেখক
হামিরউদ্দিন মিদ্যা। লেখক
হাবিবুর রহমান মল্লিক। প্রকাশক
রোহণ কুদ্দুস। প্রকাশক
বুলবুল ইসলাম। প্রকাশক
আনোয়ার হোসেন। সমাজকর্মী
তারেক কাজী। প্রকাশক
নীলাঞ্জন সৈয়দ। সমাজকর্মী
শেখ মুঈদুল ইসলাম। অধ্যাপক
আনিসুর রহমান। অধ্যাপক
মোনালিসা রেহমান। লেখক
হুমায়ুন রশিদ। লেখক
এন জুলফিকার। পত্রিকা সম্পাদক
সুবিদ আব্দুল্লাহ। পত্রিকা সম্পাদক
মিজানুর রহমান। সমাজকর্মী
এস হজরত আলি। কবি
আবদুর রউফ আনসারী। শিক্ষক
সেখ জাহির আব্বাস। অধ্যাপক
মৃদুল হক। অধ্যাপক
নাজমুল হক। অধ্যাপক
মেরিনা বানু। সাংস্কৃতিক কর্মী
রেহানা সুলতানা। সমাজকর্মী
এম এ হাকিম। সমাজকর্মী
খায়রুজ্জামান। সমাজকর্মী
লালমিয়া মোল্লা। লেখক
আজিজুল হক। গবেষক
মিরাজুল ইসলাম। গবেষক
সৌরভ হোসেন। লেখক
সেলিম মণ্ডল। প্রকাশক
ইসমাইল দরবেশ। লেখক
তৈমুর খান। কবি
ফারুক আহমেদ। পত্রিকা সম্পাদক
সাদিক হোসেন। লেখক
মারুফ হোসেন। প্রকাশক