বই পড়তে যেখানে ফি লাগে না

পাঠাগারে সদস্য হওয়ার জন্য সাধারণত একটা ফি দিতে হয়। বই লাইব্রেরীতে বসে পড়া যায় ঠিকেই। বই যদি বাসায় নিয়ে যেতে হয় তাহলে একটা ফি দিতে হয়। কিন্তু এমন যদি হয় মাসিক চাঁদা নেই, সদস্য হওয়ার ফিও নেই। ব্যাপারটা কেমন হবে?
ভারতে পাঠাগারগুলোতে পাঠক সংখ্যা বাড়ানোর জন্য ভারত সরকারের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী এমন উদ্যোগ নিয়েছেন।
প্রকল্পের নাম ‘বই ধর, বই পড়’।এই প্রকল্প যাত্রার সময়ে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিলেন, ‘এখন থেকে গ্রন্থাগারের সদস্য হতে কোনো রকম শুল্ক দিতে হবে না পাঠকদের৷ মাসে মাসে বই নেওয়ার জন্য যে শুল্ক দেওয়ার নিয়ম ছিল, তা-ও আর থাকছে না৷ আমরা এখন থেকে পাঠকদের কাছ থেকে আর কোনও রকম টাকাপয়সা নেব না৷ আমরা চাইছি, বেশি করে মানুষ লাইব্রেরিতে আসুন, বই পড়ুন৷’
ভারতের গ্রন্থাগার দপ্তর সূত্রে জানা যায়, ২৪৮০টি গ্রন্থাগারে ১ কোটি ৩৩ লক্ষ পাঠক আছে৷