নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস পাচ্ছেন অলিম্পিক পুরস্কার

ছবি : olympics.com
করোনাকালে বিশ্বের সবকিছু পাল্টে দিয়ে ফের শুরু হতে যাচ্ছে নতুন করে আরেক পৃথিবীর পথ চলা। নানান বাধা বিপত্তি পেরিয়ে আগামী ২৩ জুলাই, জাপানে অনুষ্ঠিত হবে ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতা। ২০২১ সালের অনুষ্ঠিত হলেও প্রতিযোগিতার আনুষ্ঠানিক নম ‘টোকিও ২০২০’ থাকছে।
অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস। তাঁকে দেওয়া হবে টোকিও অলিম্পিকে বিশেষ সম্মান অলিম্পিক লরিয়াল পুরস্কার।

‘ইউনুস স্পোর্টস হাব’ নামে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস তৈরি করেন একটি সামাজিক সংগঠন। খেলাধুলোর মাধ্যমে উন্নয়নের তত্ত্ব প্রচার করে থাকে এই সংগঠন। এই উদ্যোগে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের তাঁকে এই অলিম্পিক লরিয়াল তুলে দেওয়া হবে।

উল্লেখ, ২০১৬ সালের রিও অলিম্পিক থেকেই এই অলিম্পিক সম্মান দেওয়া শুরু হয়েছে। রিও অলিম্পিকে এই সম্মান পেয়েছিলেন কেনিয়ার অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি কেনিয়ার শিশুদের জন্য নিরাপদ ঘর, বিদ্যালয় ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করায় এই পুরষ্কার পেয়েছিলেন।