আজহারউদ্দীন খান ‘ভার্চুয়াল’ স্মরণসভা আজ

ভারতের কলকাতার ‘উদার আকাশ’ কাজী নজরুল ইসলাম গবেষক আজহারউদ্দীন খানের স্মরণে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘ভার্চুয়াল’ স্মরণসভার আয়োজন করেছে। এই ভার্চুয়ালসভায় লেখক ও প্রাক্তন সাংসদ মইনুল হাসানের সভাপতিত্বে আলোচনা করবেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক জাহিরুল হাসান, লায়েক আলি খান ও অশোক পাল।
স্মৃতিচারণা করবেন ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, ‘নতুন গতি’ পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, অধ্যাপক মীরাতুন নাহার, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মীর রেজাউল করিম, অধ্যাপক শামিম সাইফুল্লাহ, অধ্যাপক শেখ মকবুল ইসলাম ও বিশিষ্ট কলামিস্ট একরামূল হক শেখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন ‘উদার আকাশ’ পত্রিকা ও প্রকাশনা সংস্থার সম্পাদক ফারুক আহমেদ।
উল্লেখ্য, উপমহাদেশের বিশিষ্ট নজরুলগবেষক আজহারউদ্দীনখান গত ২২ জুন ইন্তেকাল করেন।