শতবর্ষী

আকাশে ছড়াইয়া তব পত্রপল্লব করিয়াছ বিস্তার
মহাকালের ইতিহাস লইয়া বুকে বাড়াইয়াছ প্রসার
অগণিত শাখা-প্রশাখা ব্যাপিয়া আনিয়াছ বিস্ময়
নির্বাক তোমার সকল কথা চারিপাশ জুড়িয়া রয়।।
রাখিয়াছ তোমার ঘনছায়ায় আর দিয়াছ আশ্রয়
তোমারি শাখায় বসিয়া পাখিরা মনের কথা কয়
শত সহস্র ঝড় ও ঝঞ্ঝা করিয়াছে করাঘাত
অপরাজিত তুমি হাসিয়া সব সইয়াছ সে আঘাত ।।
তোমারি মায়ায় তোমারি ছায়ায় বাঁচিয়াছি প্রতিদিন
স্বার্থপরতার ভাসিয়া গিয়াছি শুধাইনি তোমার ঋণ
তোমারি দান মূল্যহীন ভাবিয়া অজান্তে হেলায় হারাই
নিজেরে লইয়া মত্ত থাকিয়া পৃথিবী ভ্রমিয়া বেড়াই ।।
সূর্যোদয়ের সোনাঝরা আলো লুটাইয়া তব পায়
ভক্তিভরে কৃতজ্ঞতায় তোমারে প্রণতি জানায়
শিশির সোহাগে সবুজ গালিচায় পাতিয়া মোর আসন
তোমারি ঋণে আজি এ প্রভাতে রইল মোর প্রণাম ।।
রাহনুমা খান কোয়েল, ২০ ডিসেম্বর ২০২১