হাইকু সিরিজ-৩

১
আকাশে চাঁদ
জোছনা তাড়ানিয়া
মেঘের ফাঁদ
২
পাহাড়ে খাঁজ
সবুজ পাতা বুনা
শাড়ির ভাঁজ
৩
পাতাল রেল
মাটির নিচে কেঁচো
মাতাল খেল
৪
চাষির হাত
ঝুরা মাটির কাজে
হাসির রাত
৫
পালকি ঘর
ছন্দে দোলে কনে
হাল কী বর
৬
খালের পাড়
জলে মাছের ফাল
জেলের আড়
৭
স্বাদে দুগ্ধ
চাঁদভাঙা পনির
নুনে মুগ্ধ
৮
আকাশ খাঁখাঁ
তেজাল রোদে ঘামা
পাখির কা-কা
৯
যুদ্ধে সই
লেবুর ফোঁটা রস
দুগ্ধে দই
১০
পাখির ছানা
বধির করা চি-চি
মা-ঠোঁটে দানা