শিক্ষক দিবস

শিক্ষক দিবস। ছবি: সংগৃহীত
আজ শিক্ষক দিবস,
আজ ঋণ স্বীকার করার দিন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ও তার বাইরেও
এগিয়ে যাওয়াকে আমার,
সমৃদ্ধ করেছেন যাঁরা,
হাত বাড়িয়ে দিয়ে যাঁরা,
হাত বাড়াতে শিখিয়েছেন,
ভালোবাসা দিয়ে,যাঁরা,
ভালোবাসতে উদ্ধুদ্ধ করেছেন
কঠোরের আবরণের ভিতর যাঁরা,
কোমলতাকে স্পর্শ করতে চিনিয়েছেন,
ক্ষুদ্রতাকে অতিক্রম করে যাঁরা,
প্রসারিত হতে উৎসাহিত করেছেন,
তাঁদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা,
আর চিরকালীন আর্তি—
‘বাড়িয়ে দাও তোমার হাত,
আমি আবার তোমার
আঙুল ধরতে চাই।’