বঙ্গবন্ধুকে নিয়ে ফরিদা ইয়াসমিন সুমি’র কবিতাগুচ্ছ

প্রতিকৃতি : মাসুক হেলাল
শেখ মুজিবুর
আগুন-ঝরা ফাগুনে
সাহসী তর্জনী হেলনে
জাগ্রত করেছিলে
সুপ্তিমগ্ন স্বদেশপ্রেম!
তুমি তো আর কেউ নও
স্বপ্নপ্রিয়,স্বপ্নকামী
সবার প্রিয়
শেখ মুজিবুর!
রৌদ্রজ্বলা দুপুরে
বিপ্লবী কন্ঠস্বরে
উজ্জীবিত করেছিলে
স্বাধীনতার মন্ত্রে
তুমি তো আর কেউ নও
স্বাধীনতাপ্রিয়, স্বাধীনতাকামী
সবার প্রিয়
শেখ মুজিবুর।
বজ্রকঠিন স্লোগানে
দূর্গ গড়ার আহবানে
মননরাজ্যে গড়েছিলে
তীব্র আন্দোলন
তুমি তো আর কেউ নও
মুক্তিপ্রিয়, মুক্তিকামী
সবার প্রিয়
শেখ মুজিবুর।
উজান বেয়ে রক্তনদীতে
রক্তস্নাত দো-আঁশ মাটিতে
অম্লান উজ্জ্বল করেছিলে
বিজয়ের গৌরব
তুমি তো আর কেউ নও
শান্তিপ্রিয়, শান্তিকামী
সবার প্রিয়
শেখ মুজিবুর।
মহতী বিভার চেতনায়
নিষ্কলুষ বীরগাঁথায়
উন্মোচন করেছিলে
স্বর্ণ-দুয়ার
তুমি তো আর কেউ নও
স্বপ্নপ্রিয়, স্বপ্নকামী
সবার প্রিয়
শেখ মুজিবুর।
হৃদয়ের গ্লানি মাড়িয়ে
মঙ্গলশিখা
জ্বালিয়ে রচনা করেছিলে জীবনের জয়গান
তুমি তো আর কেউ নও
মুক্তিপ্রিয়, মুক্তিকামী
সবার প্রিয় শেখ মুজিবুর।
পাঞ্জাবি আর ঘনকালো কোট
বুলেট ঝরায়নি রক্ত তোমার
ঝরেছে অজস্র তারা
ওরা তো জানেনা মারতে এসে
ওরাই পড়েছে মারা!
শেখাওনি কভু গোলামি তুমি
রচে গেছো বীরগাঁথা
বাঁচার মত বাঁচতে দিয়েছো
উঁচু করে দিয়ে মাথা।
নীরবে সয়েছো যাতনা যতো
দাওনি আঁচড় লাগাতে
পৃথিবীর বুকে পতাকা দিয়েছো
চেতনাতে প্রেম জাগাতে।
আগলে রেখেছো ছায়ার মায়ায়
যাওনি একাকি করে
তোমার তরে শপথের মালা
এখনো রেখেছি ধরে।
পাঞ্জাবি আর ঘনকালো কোট
পরিচিত পাইপ মুখে
ভুলিনি আমরা রেখেছি স্মরণে
প্রতিটি সুখেও দুখে।
ছড়িয়ে রয়েছো স্বদেশ জুড়ে
ভোলাবে তোমায় কারা
ওরা তো জানেনা মারতে এসে
ওরাই পড়েছে মারা!
যুদ্ধ অপরিহার্য ছিল
সাতচল্লিশ, বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর
সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
রবীন্দ্র, নজরুল, লালন, মুজিব সত্য ছিল
বলে যুদ্ধ অপরিহার্য ছিল।
মায়ের আদর, বাবার স্নেহ সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
আকাশ, বাতাস, নদী, পাহাড় সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
চন্দ্র, সুর্য, গ্রহ, তারা সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
জোয়ার, ভাটা, অমা, জোছনা সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
বঙ্গ, বাংলা, বাঙালি, বাংলাদেশ সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
ক্রীতদাস না হবার শপথ সত্য ছিল বলে
যুদ্ধ অপরিহার্য ছিল।
ভেবোনা পিতা, ঘুমাও শান্তিতে
বুকের ক্যানভাসে
মানচিত্র এঁকেছিলে
লাল- সবুজে,
উদাত্ত আহবানে ছিলো
প্রভাত-পাখির গান
যে গানে ঘুম ভেঙেছিল লাখো-কোটি বাঙালির!
মহাকাব্যের মহানায়ক তুমি
চোখে ধরেছিলে অযুত -নিযুত সোনালি
স্বপ্ন
তিলঠাঁইহীন রেসকোর্স ময়দান থেকে
ঘোষণা দিয়েছিলে উজ্জ্বল উচ্ছল মুক্তির
বারতার
গমগম কণ্ঠে বেজেছিল পাক-সেনাদের
বিদায়-ঘণ্টা!
ঐ বুকে আজও নিশ্চিন্তে ঘুমায়
বাংলাদেশ
ঐ চোখে আজও জাগে সোনার- বাংলা
নামের বদ্বীপ
ঐ স্বরে লেগে থাকে চির- বিজয়ের
দৃঢ়তম প্রত্যয়!
বত্রিশ নাম্বারের সিঁড়ি বেয়ে আজো
ধ্বনিত হয়
বেঈমানগুলোর ফাঁসির দাবীর সাহসী –
হুংকার
তোমার বুনে দেয়া প্রেমের সজীব
সম্ভাবনাগুলো
ডালপালা ছড়িয়ে আজ ফলবান মহীরুহ!
ওরা জানেনা ঐ বুক ঝাঁঝরা করে,
রক্তাক্ত করে
দাবিয়ে রাখা যায়না মহা-চেতনার বীজ
আমরা তো জানি পরম সে মহাসত্য
তোমাকে ঘিরে ঘিরে পাক খায়
মহাকালের মহাআবর্ত!
ওপার থেকে তুমি কী দেখতে পাও
তোমার রক্তে রাঙা মাটিতে ঠাঁই হয়নি
কোনো হিংস্র হায়েনা আর নপুংসক
কাপুরুষের
বাংলার রক্তিম পবিত্র মাটি শুধু তোমার
শুধু তোমার তৈরি বীরপুরুষ -বাঙালির!
ভেবো না তুমি পিতা, ঘুমাও শান্তিতে
তোমার মানচিত্রে আজ অন্য কিছু নয়
কেবল লাল-সবুজ পতাকারাই ওড়ে।।
আগস্ট আমায় আজও কাঁদায়
আজও কাঁদায় আগস্ট আমায়
আগস্ট আমায় আজও কাঁদায়
হতবিহবল বসে থাকি স্থাণু হয়ে,
কী নির্মম বিভৎসতায় ঘৃণ্য আক্রমণ!
আপোষহীনে এতো ভয় তোদের !
সত্যের মুখোমুখি দাঁড়াতে এতোটাই
দ্বিধা!
তাই বুঝি সত্যকে নির্মূলে ছিল ব্যর্থ চেষ্টা?
সত্যের ক্ষয় নেই, লয় নেই, জানেনা
বেঈমানেরা বেজন্মা, কাপুরুষেরা করে যায় নিষ্ফল
আস্ফালন!
কী ভীষণ মহিমায় সত্যের মত তুমি জেগে
থাকো রবির কিরণ হয়ে সারাটিদিনভর
চন্দ্রের সুষমা হয়ে সারাটিরাতভর!
রূপকথার
এই দেশে তুমি বিস্ময়কর
রাজপুত্র
দূর্ভাগা বাঙালি -জাতির সৌভাগ্যের
বরপুত্র!
মুক্তিযুদ্ধ নামের মহাকাব্য করেছো রচনা
স্বপ্নের তুলিতে এঁকেছো বাংলা নামের
দেশ
স্বাধীনতার গান কণ্ঠে নিয়েছো
অবলীলায়
নিখুঁত সুতোয় বুনেছো লাল-সবুজ
গালিচা
পবিত্র হাতে নির্দিষ্ট করেছো সীমানার
ঠিকানা
অঙ্গে মেখেছো সুজলা-সুফলা, শস্য
-শ্যামলা মাটি!
তুমি মহাকবি,
মহান চিত্রকর,
তুমি পারঙ্গম শিল্পী
আপোষহীন কিংবদন্তি!
হায়! কোথায় হারিয়েছি তোমায়
সুশীতল বটবৃক্ষ!
কে দেবে ছায়া মোদের
প্রকৃতি যখন রুক্ষ!
আঁধার রাতের কাণ্ডারি তুমি
শোকের মাতমে বাংলার ভূমি!
হাহাকার ওঠে পথে প্রান্তরে
স্মরণ করে প্রতি ঘরেঘরে!
আগস্ট আমাকে আজও কাঁদায়
আজও কাঁদায় আগস্ট আমায়!