অপূর্ণতা

একটি কুঁড়ি সময় নিয়ে ফোটে
রোদ ও জল ভাগ্যে যদি জোটে।
একটি কলি গান হয়ে যায় শেষে
কথার সঙ্গে সুর যখনি মেশে।
একটি পদ্য পায় খুঁজে তার মিল
যখন ছন্দ মাঝে থাকে অন্তমিল।
একটি প্রেম পূর্ণ হয় সে ক্ষণে
স্পর্শ যখন লাগে মনে-প্রাণে।
একটি হৃদয় ভরাই কেঁদে-হেসে
অসম্পূর্ণ হিসাব-নিকাশ শেষে।
একটি জীবন বয়ে চলে দ্রুত
জীবন তবে কেন এত ছোট?
১০ জুলাই, ২০২১
রাহনুমা খান কোয়েল : কবি ও লেখক