যে লেখকের বই বিক্রয় হয়েছে ৩৫ কোটিরও বেশি

৩৫কোটিরও বেশি বই বিক্রয় হয়েছে। খবরটা শুনে হয়তো অনেকেই চমকে ওঠবে। প্রথমে বিশ্বাস হতে চাইবে না। কী করে এতে বই বিক্রয় হয়। সেই লেখকেই বা কে? তিনি হলেন মার্কিন হরর গল্প ও উপন্যাসের বিশ্ববিখ্যাত লেখক স্টিভেন এডউইন কিং। পরিচিত স্টিভেন কিং নামে। তাঁর ৭৪তম জন্মবার্ষিকী আজ।
স্টিভেন কিং ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের মেইনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম বাবা ডোনাল্ড এডউইন কিং। তিনি ছিলেন একজন বণিক সমুদ্রযাত্রী। কিংয়ের মা ছিলেন নেলি রুথ কিং (née Pillsbury)। কিংয়ের বয়স যখন দুই বছর বয়স তখন তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে যান। মা ও তার বড় ভাইয়ের কাছে তিনি বড় হন। এরফলে ছোটবেলা য় কেটেছে অনেক অর্থ সংকটে।
হরর গল্প ও উপন্যাস লেখার অনুপ্রেরণা পান ছোটবেলা থেকে। যখন তিনি দেখেন তাঁর এক বন্ধুকে ট্রেনে চাপা দিয়ে হত্যা করা হয়। এই স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি। কিং তাঁর স্মৃতিচারণামূলক বই ‘অন রাইটিং (২০০০)’ উল্লেখ করেননি। তবে তিনি তার নন-ফিকশন ড্যান্স ম্যাকাব্রে (১৯৮১), “অ্যান অ্যানোয়িং অটোবায়োগ্রাফিক পজ” শিরোনামের একটি অধ্যায়ে হরর ফিকশন লেখার জন্য তার প্রাথমিক অনুপ্রেরণার বিস্তারিত বর্ণনা করেছেন।

স্টিফেন ডারহামের গ্রামার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তারপর লিসবন জলপ্রপাত উচ্চবিদ্যালয়ে শেষ করে ওরোনোর মেইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথমে স্কুলবিষয়ক পত্রিকা দ্য মেইন ক্যাম্পাসের জন্য সাপ্তাহিক কলাম লিখে শুরু করেন। সেই সঙ্গে তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ছাত্র সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওরোনো ক্যাম্পাসে যুদ্ধবিরোধী আন্দোলনকে সমর্থন করতে এসেছিলেন, ভিয়েতনামের যুদ্ধ অসাংবিধানিক বলে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে তার অবস্থানে এসেছিলেন।
তিনি ১৯৭০ সালে ওরনোর মেইন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ. এবং উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৭১ সালের জানুয়ারিকে তাবিথা স্প্রুস বিয়ে করেন। ওরিনোর মেইন বিশ্ববিদ্যালয়ে ফগলার লাইব্রেরিরতে তাবিথার সঙ্গে পরিচয় হয়। যেখানে তারা দুজনই ছাত্র হিসেবে কাজ করত।
স্টিভেন কিং অনেক গল্প ও উপন্যাস লিখেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো— ছোট গল্পগ্রন্থ : অ্যাপ্ট পিউপিল (১৯৮২), ‘১৪০৮, ’অল দ্যাট ইউ লাভ উইল বি ক্যারিড অ্যাওয়ে, উপন্যাস– ক্যারি, দ্য শাইনিং, ইট, দ্য ডার্ক টাওয়ার, রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পসন, আন্ডার দ্য ডোম, দ্য বডি।
তিনি হরর গল্প ও উপন্যাসের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ফাউন্ডেশন মেডেল, ব্রাম স্টোকার অ্যাওয়ার্ডস, ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ডস, ব্রিটিশ ফ্যান্টাসি সোসাইটি অ্যাওয়ার্ডস লাভ করেন। তাঁর লেখা অনেক বই থেকে চলচ্চিত্র, টিভি সিরিজ, মিনি সিরিজ, কমিকস নির্মিত হয়েছে।
সূত্র : stephenking.com, উইকিপিডিয়া